২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আশুলিয়ায় ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

স্বর্ণাংকার, নগদ অর্থ ও বন্দুক লুট
-

রাজধানী লাগোয়া শিল্পাঞ্চল আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে হত্যা ও তার পিতাকে ফেলে দেয়ার ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই এবার ডাকাতের গুলিতে আবুল সরকার (৫৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই মকবুল সরকার। এসময় ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও ওই গৃহকর্তার লাইসেন্সকৃত একটি বন্দুক লুট করে নিয়ে যায়।

আজ রোববার ভোর রাতে আশুলিয়ার দুর্গাপুর এলাকার সরকার বাড়িতে ডাকাতি ও হত্যার এ ঘটনা ঘটে।

নিহত আবুল সরকার ওই বাড়ির হালিম সরকারের ছেলে।

নিহতের ভাই মকবুল সরকার বলেন, ‘তাদের একতলা বাড়ির জানালার গ্রীল কেটে ১০/১২ জনের ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতরে ঢুকে। পরে ডাকাতদলের সদস্যরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এসময় ডাকাত দলের সদস্যরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও বাবা হালিম সরকারের নামে লাইসেন্সকৃত বন্দুকটি লুট করে নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘এর আগে মোবাইল ফোনে বিষয়টি প্রতিবেশীদের জানানো হয় ভুক্তভোগীদের পক্ষ থেকে। এরই মধ্যে ডাকাতরা সবাই ঘর থেকে বের হয়ে যায়। ঘটনায় প্রতিবেশীরা আসতে শুরু করলে এবং ভুক্তভোগীরা সবাই বের হয়ে দেখেন ডাকাতদলের দুই সদস্য বাউন্ডারির পাশে অবস্থান করছে। এসময় বড় ভাই আবুল সরকার তাদের ধরতে গেলে ডাকাতদলের একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও কুপিয়ে জখম করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আশুলিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুল হক ডাবলু জানান, ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের দাবি ডাকাতরা হামলা চালিয়ে ও গুলি করে আবুল সরকারকে হত্যা করেছে। তবে পরিবারের দাবির পাশাপাশি জমি সংক্রান্ত কোনো বিরোধ বা পূর্ব শত্রুতার কোনো ঘটনা রয়েছে কি না সে বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল