২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান অভিযান

-

ছাব্বিশ.

একবারের জন্য ক্যামেরা নিচে নামাল সুজা। ‘চাচা, হিরণ কুমার সম্পর্কে এত কথা তুমি জানলে কী করে?’
গেদু চাচা বললেন, ‘জেনেছি আমার এক প্রফেসর বন্ধুর কাছ থেকে। আসাদ চৌধুরী। কক্সবাজারে বাড়ি। এখানকার কলেজে পড়ায়। সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত। পত্রিকার সিনেমা-পাতায় মাঝে মধ্যেই তার লেখা ছাপা হয়। হিরণ কুমার সম্পর্কে অনেক কিছু জানে।’
সুজার চোখ গোল গোল হয়ে গেল। ‘চাচা, ভদ্রলোকের সাথে দেখা করতে ভারি ইচ্ছে করছে! নিয়ে যাবে?’
‘ঠিক আছে,’ গেদু চাচা হাসতে হাসতে বললেন, ‘একটু ফ্রি হলেই নিয়ে যাবো। কিংবা একদিন দাওয়াতও করতে পারি ওকে।’
‘করলে আসবেন?’ সুজা উত্তেজিত।
‘আসবেন।’
হিরণ কুমারের মেকআপ রুমে গিয়ে শেষ হলো সেদিনকার মতো ওদের দুর্গ পরিদর্শন। হরর মুভিতে হিরণ কুমারের ব্যবহৃত ভয়াবহ চেহারার মুখোশ, পোশাক, পরচুলা এসব জিনিস স্ট্যান্ডে সাজানো এখানে।
হঠাৎ করেই একটা প্রশ্ন জাগল রেজার মনে। জিজ্ঞেস করল, ‘আচ্ছা, চাচা, হিরণ কুমার তো মারা গেছেন বহুদিন আগে, তাই না?’
মাথা ঝাঁকালেন গেদু চাচা। ‘হ্যাঁ, প্রায় ১০ বছর হতে চলল।’
‘তোমরা আসার আগে বাড়ির দেখাশোনা কে করত?’
(চলবে)


আরো সংবাদ



premium cement