০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

প্যান্ডেল বা সভামঞ্চ

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো জানো এক ভাষার শব্দ অন্য ভাষায় প্রবেশ করে নিজস্ব হয়ে উঠতে পারে। এটি একটি স্বাভাবিক ব্যাপার। তোমরা নিশ্চয়ই প্যান্ডেল শব্দটির সাথে পরিচিত। একে আমরা পেন্ডেল বা প্যান্ড্যালও বলে থাকি। ইংরেজি ভাষা থেকে এ শব্দ বাংলায় প্রবেশ করেছে। প্যান্ডেল বলতে বোঝায় সভামণ্ডপ বা সভামঞ্চ। তার মানে উন্মুক্ত বা খোলা স্থানে সভা করার জন্য ওপরে চাঁদোয়া ও ভূমিতে আসন ইত্যাদি দিয়ে সজ্জাই হচ্ছে প্যান্ডেল। ধর্মীয় সভা, রাজনৈতিক সভা, বিয়ের অনুষ্ঠান, সামাজিক আসর প্রভৃতিতে প্যান্ডেল ব্যবহার করার প্রচলন আছে। এবার ছবি দেখো।
Ñ ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement