০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


আ ফ গা নি স্তা নে র রূ প ক থা

  কোনটা আশীর্বাদ কোনটা অভিশাপ

-

অনেক অনেক দিন আগেকার গল্প এটি। শহর থেকে অনেক দূরে নিভৃত এক পাড়াগাঁ। সেখানে ছিল এক লোকের বাস। সহায়-সম্পদ বলতে বিশেষ কিছু নেই তার। কিন্তু যা ছিল, তা নিয়ে অনেকে তাকে হিংসা করত। কী সেই সম্পদ? সেটি হলো অনিন্দ্যসুন্দর এক ঘোড়া। তেজি, টগবগে ঘোড়া। সুঠাম, মেদহীন শরীর। দেখতে ভারি চমৎকার। এই অশ্ব প্রচণ্ড গতিতে ছুটতে পারে। সেই দুরন্ত গতির বুঝি কোনো তুলনা নেই। তার সেই ঘোড়ার সুনাম নিজের গাঁয়ে সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়েছিল দূর দূর গ্রামে। ওই তল্লাটের সব লোক তাকে ওই দামি ঘোড়ার মালিক হিসেবে চিনত। ওই ঘোড়াকে এক নজর দেখার খুব শখ লোকজনের। সেজন্যই প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক লোক তার বাড়িতে আসত। ঘোড়া দেখে মুগ্ধ হতো। তারা সবাই বলতÑ ভাই রে, তুমি আসলেই অনেক ভাগ্যবান। তোমার এমন সুন্দর একটা ঘোড়া আছে। এ ধরনের তেজি ঘোড়ার মালিক হতে পারা কিন্তু চাট্টিখানি কথা নয়। এমন ভালো ঘোড়া হাজারেও একটা মেলে না। সত্যি তোমার ভাগ্য অনেক অনেক ভালো। (চলবে)

 


আরো সংবাদ



premium cement