২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জা না-অজানা রেললাইনে মাঝে মাঝে ফাঁকা রাখা হয় কেন

-

ছোট বন্ধুরা,
তোমরা সবাই রেলগাড়ি দেখেছ, তাই না? কেউ কেউ হয়তো এতে ভ্রমণ করে থাকবে। রেলগাড়ির অপর নাম ট্রেনÑ এ তো তোমাদের জানাই আছে। বলতে পারো, রেলগাড়ি কিসের ওপর দিয়ে চলে? রেললাইনের ওপর দিয়ে। তোমরা হয়তো লক্ষ করে থাকবে, রেললাইনে মাঝে মাঝে ফাঁকা রাখা হয়। কেন এই ফাঁকা রাখা? সূর্যের তাপে বা রেলের চাকার ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। এই তাপে রেললাইন কিছুটা সম্প্রসারিত হয় এবং বেঁকে যাওয়ার আশঙ্কা থাকে। এতে দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য রেললাইনের মাঝে মাঝে ফাঁকা রাখা হয়।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement