২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন প্রাণীর নাম শুনেছ। কিছু প্রাণী বাস্তবে দেখেছ, কিছু দেখেছ ছবিতে। গরিলা দেখেছ কি? এটি আমাদের দেশের প্রাণী নয়। আফ্রিকার গভীর জঙ্গলে এদের বাস।
গরিলার সাথে মানুষের বেশ মিল রয়েছে। লম্বায় এটি মানুষের প্রায় সমান। তবে বুকের ছাতি মানুষের তিন গুণ।
গরিলার গায়ে খুব জোর। এদের মুখ কদাকার এবং কুচকুচে কালো। এদের সারা শরীরে লম্বা লম্বা লোম।
গরিলা সাধারণত চার পায়ে হাঁটে। তবে কুঁজো হয়ে দু’পায়েও চলতে পারে। এরা দাঁড়িয়ে থাকে সোজা হয়ে। এবার ছবি দেখো এবং মজা করো।

 


আরো সংবাদ



premium cement