২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জানা-অজানা  

কাঁথা কী

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই কাঁথা চেনো। বেশির ভাগ বন্ধু হয়তো ব্যবহারও করেছ। এটি কী? মোটা শীতবস্ত্রবিশেষ। জীর্ণ কাপড় দিয়ে এগুলো তৈরি করা হয়। সাধারণত পুরনো শাড়ি ব্যবহার করে এটি তৈরি করা হয়। কাঁথা দু’ধরনেরÑ সাধারণ কাঁথা ও নকশি কাঁথা। নকশি কাঁথায় নতুন শাড়ি বা কাপড় ব্যবহার করা হয় এবং এতে সুই-সুতায় প্রকৃতি ও প্রাণীর নকশা ফুটিয়ে তোলা হয়। সাধারণ কাঁথায় সেলাই-প্রধান নকশা থাকে। এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement