০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জানা-অজানা

শালিক পাখি

-


ছোট্ট বন্ধুরা,
তোমরা আজ জানবে শালিক পাখি সম্পর্কে।
এ দেশে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এগুলোর মধ্যে শালিক খুবই পরিচিত। তোমরাও নিশ্চয়ই এ পাখি চেনো, তাই না?
জানো, শালিক সহজেই পোষ মানে? কিছু পোষমানা শালিক খাঁচার দরজা খোলা পেলেও উড়ে পালায় না। তাহলে করে কী? খাঁচার বাইরে এসে ঘোরাফেরা করে এবং সন্ধ্যায় খোলা দরজা দিয়ে খাঁচায় ঢোকে। শালিক খায় কী? ফড়িং, ধান, ছাতু, কলা ইত্যাদি খায়। মনে রেখো, পাকা তেলাকুচা ফল খেতে এরা বড্ড ভালোবাসে। এবার ছবি দেখো। আঁকবে নাকি অবসরে?
Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement