২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভাড়াটিয়াই অপহরণকারী

-

গাজীপুর থেকে অপহৃত সৌদিপ্রবাসী তিন বছরের শিশুকন্যাকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার বারিনগর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী আরমানকে (৩০) আটক করা হয়।


মালিহা নামে উদ্ধারকৃত শিশুটি গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়িয়া এলাকার মহিদুল ইসলামের। অপহরণকারী আরমান বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি মালিহাদের বাড়িতে ভাড়া থাকতেন।


যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেসুর রহমান জানান, গত ৪ ফেব্রুয়ারি গাজীপুরস্থ নিজবাড়ির পাশ থেকে মালিহাকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃত শিশুর মা নাসিমা আক্তার গাজীপুর থানায় একটি জিডি করেন। পরে পুলিশ জানতে পারে, অপহরণকারীচক্রটি যশোরের সাতমাইল এলাকায় অবস্থান করছে। তারা শিশুটিকে বাগেরহাটে নিয়ে যাবে- এমন খবর পায় পুলিশ। সন্ধ্যার দিকে গাজীপুর থানার পুলিশ আসে যশোরে। এরপর দুই থানা পুলিশের সমন্বয়ে সাতমাইল বারীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং আরমান আলীকে আটক করা হয়।


বুধবার ভোরে শিশুটিকে তার মা নাসিমা আক্তার ও গাজীপুর পুলিশের হেফাজতে দেয়া হয়।


মালিহার মা নাসিমা আক্তার জানান, তার স্বামী মহিদুল ইসলাম সৌদি প্রবাসী। আর অপহরণকারী আরমান তাদের বাড়িতে ভাড়া থাকতেন।

 


আরো সংবাদ



premium cement