০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


চাকরির নামে তারা নিয়ে গেছে কোটি কোটি টাকা

চাকরির নামে তারা নিয়ে গেছে কোটি কোটি টাকা - সংগৃহীত

চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারকচক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তারা হলেন- আদনান তালুকদার ওরফে আল আমিন, খন্দকার মো. আলমগীর হোসেন ওরফে মাসুম, জহুরুল হক, সৈয়দ শাহরিয়ার সোহাগ, খালেদ মাহমুদ, রহমত উল্লাহ, হাফিজুর রহমান, ইনছান আলী, সিরাজুল ইসলাম, নাদিম উদ্দিন, মেহেদি হাসান, হানিফ কাজী ও মামুনুর রশিদ।

গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দফতরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্যা নজরুল ইসলাম জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে লোভনীয় বেতনে উচ্চপদে চাকরি দেওয়ার নামে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। চাকরির আবেদনকারীদের বিশ্বাস অর্জনের জন্য তারা দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রাজধানীতে অফিস খোলার পর আকর্ষণীয় ডেকোরেশন করে।

একই সঙ্গে তারা দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট চালু করে এবং জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালায়। আগ্রহীরা যোগাযোগ করলে তাদের ইন্টারভিউ নেওয়ার নাটক করে সবাইকে চাকরি দেয়। এতে যোগদানের তারিখও উল্লেখ করা হয়। তাদের কাছ থেকে সিকিউরিটি মানি, পেনশন স্কিম ও ব্যক্তিগত গাড়ি বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে নির্ধারিত তারিখে তারা অফিসে তালা দিয়ে পালিয়ে যায়।

সিআইডি কর্মকর্তা বলেন, ২০১৩ সাল থেকেই চক্রটি ফরচুন, রেক্সন, ইস্টার্ণ, কেয়া, নেক্সাস, সানলাইট ও ম্যাক্স ভিশন গ্রুপ অব কোম্পানি নামে ভূয়া প্রতিষ্ঠান খুলে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের মূলহোতা আল আমিন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি চাকরিজীবীদের টার্গেট করে।

চক্রটি ৩/৪ মাস পর পর তাদের অবস্থান পরিবর্তন করে। বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নামে অফিস খুলে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার দায়ে ৮টি মামলা পাওয়া গেছে। এর আগে, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে র‌্যাব তাদের গ্রেফতার করেছিল। প্রতারণা ও মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল