১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


অশান্ত শান্তর বিদায়

-

ক্রিজে এসেই মারমুখী মেজাজে ব্যাট চালাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল সাজঘরে ফেরার পর লিটন দাসের সঙ্গী হয়েছিলেন তিনি। এই জুটি দ্রুত রান তুলে নিচ্ছিলো। লিটনের ফিফটির পর ছক্কা হাঁকান শান্ত। ৩৮ বলের ইনিংসে দুই ছক্কা আর একটি বাউন্ডারি মেরে ২৯ রান করেন এই তরুণ। কিন্তু দলীয় ১৪০ রানেই তিনোতেন্ডা মুতমবুদজির বলে সাজঘরে ফিরেন।

এখন ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। জুটি বেধেছেন লিটন দাসের সাথে।

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান। সেঞ্চুরির পথে লিটন। ৭৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৮৬ রান করেছেন তিনি। আর ৬ রান করেছেন মুশফিক।

এর আগে টস জিতে দুপুর ১টায় সিলেট স্টেডিয়ামে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো এই স্টেডিয়ামে। এর আগে সিলেটের অভিষেক ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ দল অতিক্রম করে ফেলে ৬৯ বল হাতে রেখেই। খরচ হয়েছিল মাত্র ২ উইকেট।

সিলেট স্টেডিয়ামের প্রথম ওয়ানডে জয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। হতে পারে দেশের হয়ে এটিই তার শেষ ওয়ানডে সিরিজ।

এক বছরেরও বেশি সময় পর আজ দেশের মাটিতে ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ওয়ানডে খেলেছিল মাশরাফিরা। এরপর থেকে ২০টি ওয়ানডে ম্যাচ খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
আফগানিস্তানে নতুন করে ভারী বৃষ্টি ও বন্যায় ৫০ জনের মৃত্যু বগুড়ায় বন্ধু হত্যার ঘটনায় সৈনিক লীগ সভাপতি গ্রেফতার ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও)

সকল