২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

লক্ষ্য একটাই, বিপিএলে সর্বোচ্চ উইকেট নিতে চাই : আমির

মোহাম্মদ আমির - ছবি : সংগৃহীত

এর আগেও তিনি বিপিএলে বল হাতে চমক দেখিয়েছেন। মাঝে চলতি বছরের শুরুতে বিপিএলের ৬ষ্ঠ আসরে খেলা হয়নি মোহাম্মদ আমির। তার আগের আসরে খেলে গেছেন ঢাকা ডায়নামাইটসে। এবার খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানের অভিজ্ঞ এই পেসার। তার লক্ষ্যিএকটাই, হতে চান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।

বিপিএলের বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছেন সোমবার থেকে। বাংলাদেশে এসে এদিনই প্রথম রংপুরের অনুশীলনে যোগ দেন আমির। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে কেবল সীমিত পরিসরের ক্রিকেট চালিয়ে যাওয়া এই পেসার বিপিএলে এসেছেন সেরা হওয়ার লক্ষ্য নিয়ে, ‘আমি কেবলই এলাম। আপনারা যদি আমাদের দল খুলনা টাইগার্স দেখেন, দেখবেন খুব ভাল দল হয়েছে, বিশেষ করে স্থানীয় ভালো খেলোয়াড়রা আছে এই দলে। আশা করছি ভাল কিছু করব। ব্যক্তিগতভাবে আমি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই।’

বিপিএলের ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন আমির। পেয়েছিলেন ৪ উইকেট। তার আগে ২০১৫ সালের আসলে চিটাগাং ভাইকিংসের হয়ে আসর মাত করেছিলেন তিনি। ৯ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট। সেবার নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আমির ছিলেন দুর্দান্ত ছন্দে। ওভারপ্রতি মাত্র ৫.৫৬ ইকোনমিতে রান দিয়েছিলেন বাঁহাতি এই পেসার তিনি।

এবার বিপিএল হচ্ছে ভিন্ন আদলে। ফ্রেঞ্চাইজি সব বাতিল করে নিজেদের পরিচালনা সবগুলো দল চালাচ্ছে বিসিবি। যদিও একটি বাদে সব দলেই আছে টিম স্পন্সর। নতুন আদলের এই বিপিএলে বরং সুবিধা দেখছেন পাকিস্তানের তারকা পেসার, ‘বড় তফাৎ হলো এবার ক্রিকেট বোর্ড সব কিছু করছে। চুক্তি-টুক্তি সব তারা দেখছে। এটা প্লাস পয়েন্ট কারণ আমাদের এতে কোন সমস্যা মোকাবেলা করতে হবে না।’


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

সকল