১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


রেকর্ড জয় ভারতের

রেকর্ড জয় ভারতের - ছবি : ইএসপিএনক্রিকইনফো

নর্থ সাউন্ডে প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেশন বাদ দিলে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাকি সময় চালকের আসনে ছিল ভারত৷ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দেয়ায় কোহলিদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছিল৷ তবে জয়টা যে চতুর্থ দিনেই তুলে নেবে ভারত, তা আন্দাজ করা যায়নি আগে থেকে৷ প্রথম ইনিংসের মতো ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়লে ম্যাচের শেষ দিনে উত্তেজক লড়াইয়ের সম্ভাবনা ছিল৷ শেষমেশ জেসন হোল্ডাররা ভারতের পেসার ত্রয়ীর সামনে অসহায় আত্মসমর্পণ করায় এক দিন বাকি থাকতেই প্রথম টেস্ট জিতে যায় ভারত৷

শুধু জয় বললে ভুল বলা হবে, বরং এটা ভারতের রেকর্ড জয় বলাই যথাযথ৷ কেননা দেশের বাইরে এটাই টিম ইন্ডিয়ার সব থেকে বড় রানের ব্যবধানে টেস্ট জয়৷ এর আগে গলে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়েছিল ভারত৷ এতদিন সেটাই ছিল ভারতের রেকর্ড জয়৷ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে পরাস্ত করে কোহলিরা৷ ফলে এটাই এখন বিদেশের মাটিতে ভারতের সব থেকে বড় টেস্ট জয়ের নজির৷

ভারতের ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২২২ রানে৷ দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ১৮৫ রান তুলেছিল৷ তার পর থেকে খেলতে নেমে ভারত তাদের দ্বিতীয় ইনিংস ৭ উইকেটে ৩৪৩ রানে ডিক্লেয়ার করে দেয়৷ প্রথম ইনিংসের ৭৫ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৪১৮ রানে এগিয়ে থাকে ভারত৷ অর্থাৎ জয়ের জন্য ক্যারিবিয়ানদের সামনে ৪১৯ রানের টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া৷

শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই পর পর উইকেট হারাতে থাকে৷ একসময় ১৫ রানে পাঁচ উইকেট খুইয়ে বসে তারা৷ দলগত ৫০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়ে গিয়েছিল প্রায়৷ তবে কেমার রোচ ডিআরএসের সৌজন্যে বেঁচে যান৷ পরে রোচ ও কামিন্স ব্যাট চালিয়ে কোনো রকমে দলকে ১০০’র গণ্ডি ছুঁতে সাহায্য করেন৷ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ১০০ রানে৷ রোচ ৩৮, কামিন্স ১৯ ও রোস্টন চেস ১২ রান করেন৷ বাকিরা দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷

বুমরাহ দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন, যার মধ্যে চার জনকে তিনি বোল্ড আউট করেন৷ ইশান্ত নিয়েছেন ৩টি উইকেট৷ ২টি উইকেট মহম্মদ শামির৷ প্রথম ইনিংসে ৮১ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করার সৌজন্যে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রাহানে৷

 


আরো সংবাদ



premium cement
শিরোপা খরা কাটাতে ভারতকে চাপ সামলাতে হবে : মিসবাহ কলার কাঁদি ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু, আটক ৪ কুষ্টিয়াতে কৃষককে কুপিয়ে হত্যা স্কুলছাত্র অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গেছে’ এখনো ম্যান সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেনি, গার্দিওলার সতর্কবাণী সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ আচরণবিধি ভঙ্গ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে : ইসি আহসান হাবিব গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

সকল