১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন হেলস

- ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে অপসারণ করা হয়েছে ওপেনার অ্যালেক্স হেলসকে। সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে হেলসকে বাদ দেয়া হয় আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থেকেও।

ইসিবির ব্যবস্থানা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি গিলস বলেন, আমরা অনেক দীর্ঘ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি ইংল্যান্ড দলকে একটি উপযোগী পরিবেশ গড়ে দিতে। দলের প্রয়োজন মতো উত্তম সিদ্ধান্তগুলো নিয়েছি। আমরা নিশ্চিত করতে চাই, তারা কোন খারাপ কিছুতে লিপ্ত না হোক। যাতে তারা মাঠে আলো ছড়াতে পারে।

গিলস বলেন, ‘আমি পরিস্কার করে দিতে চাই, হেলসের ক্যারিয়ার এখানে শেষ নয়। সে ইংল্যান্ডের হয়ে আরো অনেকদিন খেলবে। তার কাউন্টি ক্লাব নাটিংহ্যামশায়রের হয়ে সে খেলুক। একজন পেশাদার পরিপূর্ণ ক্রিকেটার হওয়ার জন্য তাকে যত ধরনের সাহায্য করা প্রয়োজন তা আমরা করবো।

হেলসের স্থলাভিষিক্ত হিসেবে দলে কাকে নেয়া হবে, তা এখনো জানা যায়নি। তবে সময় মতো তা জানিয়ে দেয়া হবে বলেছে ইসিবি।


আরো সংবাদ



premium cement