২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টাইগারদের ওয়ানডে মিশন শুরু আজ

-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আজ। দুপুর ১টায় শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আজ পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরিতে থাকা দুই তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবাল দলে ফিরেছেন। সাকিব অবশ্য আগেই ফিরেছেন। টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়দের। তবে তামিমের আনুষ্ঠানিক ফেরাটা হচ্ছে আজ। এর আগে প্রস্তুতি ম্যাচে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়েছেন পুরোপুরি ফিট আছেন তিনি।

এই দুই তারকার দলে ফেরাটা বাংলাদেশের জন্য বড় সুবিধা বলে মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার সংবাদ সম্মেলনে এ কথাই বলেন।

তিনি বলেন, ‘অবশ্যই সাকিব-তামিম দলে থাকা আমাদের জন্য বিরাট অ্যাডভান্টেজ। প্রস্তুতি ম্যাচে তামিম দারুণ খেলেছে, এটা তামিমের জন্য স্বস্তি, আমাদের জন্যও স্বস্তি। আমি একই সাথে বলব যে, ইনজুরি থেকে আসা এবং এসে পারফর্ম করা কিন্তু সময়ের ব্যাপার। তামিমের আগের ম্যাচে সেঞ্চুরি করেছে বলে প্রত্যাশা করতে পারেন না যে, পরের ম্যাচে নেমেও এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেলবে সে। আবার এর থেকে বেটার খেলতে পারে, খারাপও হতে পারে। চোট থেকে ফিরলে কিন্তু বেশ কিছু দিন লাগে মানিয়ে নিতে। দুইমাস থেকে আড়াই মাস পর্যন্ত বাইরে ছিল। সাকিব দুইটা টেস্ট ম্যাচ খেলে কিছুটা মানিয়ে নিয়েছে। তামিমের হয়ত কিছুটা সময় লাগতে পারে। কিন্তু ওরা দুইজন থাকা আমাদের দল তথা প্রত্যেক খেলোয়াড়ের জন্য স্বস্তিদায়ক ব্যাপার।’

চলতি বছর দুটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। তবে বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে ব্যর্থ হয় তারা। তারপরও বছরের শেষটা ভালোভাবে করতে চান মাশরাফি, ‘এই বছরে আমাদের পারসেন্টেজ অনেক ভালো, স্রেফ দুইটা ফাইনাল বাদ দিলে। অবশ্যই এখানে একটা ফাইনাল জিততে পারলে ভালো হত, বিশেষভাবে এশিয়া কাপ ফাইনাল। এছাড়া আমার কাছে মনে হয় এই বছর রেটিং খুব ভালো আছে। ভালোভাবে শেষ করতে পারলে অবশ্যই খুব ভালো হবে। বিশেষ করে সামনের বছর শুরু থেকে অনেক চ্যালেঞ্জ আছে। শেষটা ভালো করলে এই বছরটা খুব ভালো যাবে।’

বছরের শেষটা ভালো করতে হলে ক্রিকেটের তিন বিভাগেই ভালো পারফরমেন্স চার মাশরাফি, ‘সব ডিপারটমেন্ট ভালো করলে আমাদের চান্স থাকে। বিশেষ করে ব্যাটিংয়ে, এ উইকেট কেমন আচরণ করবে সেটার ওপরে অনেক কিছু নির্ভর করবে। যদি ব্যাটিংয়ে হেল্প করে তাহলে বোলারদের চ্যালেঞ্জ থাকবে। আসলে উইকেট বিচার করা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু মিরপুরে দু’টি ম্যাচ খেলা, উইকেট কেমন ব্যবহার করবে সেই ইনিশিয়াল জাজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ।’

দল নির্বাচন নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের টপ-অর্ডার। দলে আছেন চার ওপেনার। এরা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস।

এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমাদের ১৬ জনের যে স্কোয়াড আছে, আপনি যদি ওইভাবে দেখেন যে নরমালি হোমে সাধারণত ১৪ জন রাখা হয়। বা মেক্সিমাম ১৫ জন রাখা হয়। সেখানে ১৬ জন রাখার কারণ যাতে তাদের কনফিডেন্স ডাউন না হয়, মনিটরিং করা। এই জায়গায় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে কজন রিসেন্টলি ভাল খেলেছে বা খেলছে তাদেরকে রাখা। আর আপনি যেটা বললেন ভাল (মধুর) সমস্যা হলো সবাই ফর্মে আছে টপ অর্ডারে। যেটা আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম। একটা সিদ্ধান্তে যেতেই হবে। ভাল হলে মনে হবে এটাই ঠিক আছে। খারাপ হলে মনে হবে যে রান করেও বাদ গেছে হয়ত ওকেই খেলালে ভাল হত। কথাবার্তা অনেক চলবে। এখনো অনেকের চিন্তা-ভাবনা আছে। কোচ, নির্বাচকদের সাথে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে হবে।’


আরো সংবাদ



premium cement
দেশের জন্য কাজ করতে আ’লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার

সকল