২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


এমন রেকর্ড শুধু টেইলরেরই!

-

ঢাকা টেস্ট স্মরণীয় করে রাখলেন ব্রেন্ডন টেইলর। পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি হাঁকালেন তিনি। ১৬৪ বলে ৯ বাউন্ডারিতে শতক করেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও সেঞ্চুরি হাঁকান তিনি। এর মধ্য দিয়ে দুর্দান্ত একটি রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।

এর আগে ২০১৩ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষেই দুটি সেঞ্চুরি হাকান টেইলর। সেইবার প্রথম ইনিংসে করেছিলেন ১৭১ রান আর দ্বিতীয় ইনিংসে ১০২ রান।

টেস্ট ক্যারিয়ারে টেইলরের ছয়টি সেঞ্চুরির মধ্যে পাঁচটিই বাংলাদেশের বিপক্ষে। ২০১১ সালের আগস্টে দেশের মাটিতেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।


আরো সংবাদ



premium cement