২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গুগল গো সার্চ

-

ভারত ও ইন্দোনেশিয়ায় চালুর দুই বছর পর সারা বিশ্বের জন্য উন্মুক্ত হলো গুগল গো সার্চ অ্যাপ। গুগল সার্চের মূল অ্যাপের চেয়ে এটি ৪০ শতাংশ কম ডেটা খরচ করবে। অ্যাপটিতে ভয়েস, জিআইএফ ও ইমেজ সার্চের সুবিধাও পাওয়া যাবে। এটি কম শক্তির ফোনগুলোর উপযোগী করে বানানো হয়েছে। অ্যাপটি এখন প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। হালকা বলে অ্যাপটি অ্যান্ড্রয়েডের ললিপপ বা তার উপরের সংস্করণের অপারেটিং সিস্টেমেও চলবে। আগে শুধু অ্যান্ড্রয়েড গো এডিশনের ফোনগুলোতেই গুগল গো ব্যবহার করার সুযোগ ছিল। শুরুর দিকে অ্যাপটির আকার ছিল ৫ এমবি। পরে এর আকার ২ এমবি বৃদ্ধি পেয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জন্য এর আগে ইউটিউব, গুগল ম্যাপস, জিমেইল ও গ্যালারির (গুগল ফটোস) জন্য গো সংস্করণের অ্যাপ আনে গুগল।

 

 


আরো সংবাদ



premium cement