১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


দেশে সভ্য সরকার থাকলে খালেদা জিয়া মুক্তি পেতেন : মঈন খান

খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয় প্রেস কাবে গতকাল গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভা : নয়া দিগন্ত -

দেশে সভ্য সরকার থাকলে এত দিনে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পেতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেস কাবের মাওলানা আকরম খাঁ হলে ‘গণতন্ত্র ফোরামে’র উদ্যোগে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, দীর্ঘ দুই বছরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি। আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তাকে মুক্ত করার চেষ্টা করেছি। আমরা অবস্থান ধর্মঘট, মানববন্ধন, অনশন, বিােভ সমাবেশ ও মিছিল করেছি। যদি দেশে সভ্য সরকার থাকত, তাহলে এতে কাজ হতো।
তিনি বলেন, আমরা ঔপনিবেশিক শক্তি বলে যত গালিগালাজ করি, ২০০ বছর তারা আমাদের এক্সপ্লয়েট করেছে বলে যত কিছুই বলি, কিন্তু তারা সভ্য জাতি ছিল বলেই গান্ধীর মতো লোক শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। আজকে বাংলাদেশের সমাজব্যবস্থায় সে চিত্র নেই।
মঈন খান বলেন, আজকে বাংলাদেশের সত্যিকার পরিস্থিতি কী, সে পর্যালোচনা আমাদের করতে হবে। আমি বিশ্বাস করি, সেই বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে আমরা দেশনেত্রীকে মুক্ত করার জন্য সামনের দিকে এগিয়ে যাবো। বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে অস্বীকার করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব বলে আমার বিশ্বাস হয় না। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন সত্য। এ সরকার জনগণকে ভয় পায়, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়। দেশনেত্রীর ভয়ে ভীত হয়ে সরকার বিচারব্যবস্থাকে কুগিত করে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় তাকে শাস্তি দিয়েছে।
‘রাজপথেই খালেদার মুক্তি’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যেদিন বেগম জিয়া জেলে গেলেন, এটা তো এক ধরনের রাজকীয় বেশে, রাজকীয় পদ্ধতিতে, রাজকীয় সমাবেশের মধ্য দিয়ে বীরের বেশে হাঁটতে হাঁটতে জেলে গেছেন। পেছনে হাজার হাজার মানুষ। এখন হাজার হাজার মানুষ রাজপথে হাঁটে না কেন? এখানে বক্তৃতায় যে ভাষায় কথা বলেছেন, সেই ভাষা, সেই শব্দের উচ্চারণ রাজপথে নেই কেন? আমি মনে করি ওটা ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না।
তিনি বলেন, আমি মনে করি, খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা আছে, দল যদি নেতৃত্ব দিতে পারে তাহলে তিনি বীরের বেশে জেল থেকে বেরিয়ে আসবেন। যদি আনতে না পারেন তাহলে বক্তৃতা করছেন কেন? তাহলে শুধু শুধু দল করেন কেন? বক্তৃতা নয়, জীবন বাজি রেখে সেরকম পণ করে সে লড়াই করার কর্মসূচি নেন। আবার বলি, এমন কর্মসূচি নেন, যার মাধ্যমে তাকে মুক্ত করা যেতে পারে।
বিএনপির প্রতি প্রশ্ন রেখে মান্না বলেন, আমি বারবার বলি, মানুষ যদি মনের দিক থেকে পরাজিত হয় তাহলে তার চাইতে বড় পরাজয় আর নেই। বিএনপি কি মনের দিক থেকে পরাজিত? বিএনপি কি মনে করে বেগম জিয়া জীবিত বেরোতে পারবেন না। তাহলে বিএনপি মরে গেছে।
সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় এলডিপির ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির বিলকিস ইসলাম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মহিলা দলের রাজিয়া আলীম, জাসাসের শাহরিয়ার ইসলাম শায়লা, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট অনুষ্ঠানে বক্তব্য দেন।

 


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল