০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


‘খালেদা জিয়ার মুক্তি চাই’ দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পোস্টার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে পোস্টার লাগান আইনজীবীরা হ নয়া দিগন্ত -

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনে পোস্টার সাঁটান বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন। গতকাল বেলা সোয়া ১টায় সংগঠনের চেয়ারম্যান তৈমূর আলম খন্দকার ও মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজার নেতৃত্বে আইনজীবীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা পোস্টার সুপ্রিম কোর্টের বিভিন্ন স্থানে লাগান। এ সময় আরো অংশ নেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আনিছুর রহমান খান, সুপ্রিম কোর্ট ইউনিটের মহাসচিব আইয়ুব আলী আশ্রাফী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান স¤্রাট, মাজেদুল ইসলাম পাটোয়ারী, মো: শাফিউর রহমান শাফি, মো: মনির হোসেন, মিনারা বেগম মিনি, আবুল খায়ের খান প্রমুখ।
এ বিষয়ে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা বলেন, আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। এ ছাড়া অচিরেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। যেসব রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি এবং সারা দেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট বার, ঢাকা বারসহ অন্যান্য বারে আইনজীবীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার টাঙাবেন এবং আইনজীবীদের সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন।

 


আরো সংবাদ



premium cement