০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বনানীতে বিটিএ টাওয়ারে আগুন

-

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে বহুতল ভবন বিটিএ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলে ভবনের নিজস্ব ফায়ার ফাইটিং দল। গতকাল বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার এফ আর টাওয়ারের কাছেই ১৫ তলা ভবন বিটিএ টাওয়ারের অবস্থান। গতকাল বিকেল ৪টার দিকে ভবনের চার তলায় একটি এসিতে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভবনে অগ্নিকাণ্ডের এলার্ম বাজতে থাকে। এ সময় ভবনের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে যান।
ভবনের নিজস্ব ফায়ার ফাইটিং দল আগুন নেভানোর কাজ শুরু করে। তারা ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুনে ভবনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আগুনের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিস জানায়, আগুনে এসি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ার কারণে ভবনের সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে যান।


আরো সংবাদ



premium cement