১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

দিল্লি সহিংসতা বন্ধে সরব টলিউড

দিল্লি সহিংসতা বন্ধে সরব টলিউড - নয়া দিগন্ত

দিল্লি সহিংসতা বন্ধে সরব রয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অবস্থান জানান দিয়ে সহিংসতা বন্ধ করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন তারা।

টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তাঁর টুইটারে জাতীয় পতাকার ছবি পোস্ট করে লেখেন, ‘আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্বলছে। আমি কেবল দেখতে পাচ্ছি মানবতা স্তব্ধ। এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।’

তিনি আরো লিখেন, ‘সোমবার থেকে যেভাবে হিংসা শুরু হয়েছে দিল্লিতে তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।’

টলিউডের আরেক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি লেখেন, ‘দিল্লির অশান্তির ঘটনায় দুঃখিত ও বিধ্বস্ত অনুভব করছি। হিংসা জয়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে একসঙ্গে এগিয়ে আসি আমরা।’

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূ‌লের সাংসদ নুসরত জাহান টুইট করে লেখেন, ‘দুঃখিত, হতাশ। আমার দেশকে জ্বলতে দেখে যন্ত্রণাবিদ্ধ। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা প্রথমে মানুষ। গুজব, ভুয়ো খবর, ঘৃণা ছড়াবেন না।’

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রতিবাদ করেছেন দিল্লির হিংসার। তিনি ব্যঙ্গ করে টুইট করেন, ‘না, এটা শিউরে ওঠার মতো নয় আর। ব্যাপারটা চলছিল। এবার শুরু হল খোলাখুলি।’

দিল্লি সহিংসতায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। গত সোমবার থেকে শুরু হওয়া এ সহিংসতায় আরো অন্তত আড়াইশ মানুষ আহত হয়েছেন। (সূত্র: এনডিটিভি)


আরো সংবাদ



premium cement
জুলুম-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না : মির্জা ফখরুল গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধের শামিল : জাতিসঙ্ঘ সঙ্গীতশিল্পী খালিদকে বাবা-মায়ের পাশে গোপালগঞ্জে দাফন রাণীনগরে টমটম গাড়ির ধাক্কায় নিহত ১ স্লিপিং ট্যাবলেট খে‌লেও সরকা‌রের ঘুম আসে না : গয়েশ্বর জনসাধারণের পারাপারে গোলাম পরওয়ারের খেয়া নৌকা উপহার ভোলায় হঠাৎ অসুস্থ ২৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩১ ‘অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের ঈমানী দায়িত্ব’ নারায়ণগঞ্জের বাজারগুলোতে হঠাৎ পেঁয়াজের দাম অর্ধেকে নামল ‘নবীর শিক্ষা জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ’

সকল