২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাচ্চু ভাইকে প্রতিটি ক্ষণেই অনেক মিস করছি...

জয়া আহসান ও চঞ্চল চৌধুরী - নয়া দিগন্ত

অবশেষে অনেক প্রতীক্ষার পর শুক্রবার সারা দেশের ২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে জয়া আহসান প্রযোজিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রটি। বিগত প্রায় এক মাসে জয়া আহসান এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রতিটি দর্শকের কাছে দেখার জন্য আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে নানান ধরনের ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিয়েছেন। যার ফলে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সের দেয়া তথ্য অনুযায়ী খুব সহজেই অনুমেয় যে, ‘দেবী’ দর্শকেরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

চলচ্চিত্রটিতে অভিনয় এবং শিল্পীদের আন্তরিক সহযোগিতা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘‘মনটা ভীষণ খারাপ বাচ্চু ভাইয়ের হঠাৎ চলে যাওয়ায়। আমার সঙ্গে হলে বসে ‘দেবী’ দেখার কথা ছিল তার। কিছুদিন আগেও একটি শোতে তিনি আমাকে দেখে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন। তার চলে যাওয়াটা আমাদের জন্য ভীষণ শূন্যতার। যাই হোক, ‘দেবী’তে রানু একটি চ্যালেঞ্জিং চরিত্র। একই সঙ্গে দু’জন মানুষ বাস করে তার ভেতর। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। আবার এটাও সত্যি হুমায়ূন আহমেদের রানুর চেয়ে অনম বিশ্বাসের রানু চরিত্রটি একটু আলাদা। অন্যভাবে অ্যাডাপ্ট করা। কোন চরিত্রে ‘দেবী’তে কে কতটা ভালো করেছেন সেই বিচারে আমি যাব না। বাচ্চু ভাইকে প্রতিটি ক্ষণেই অনেক মিস করছি। এই চলচ্চিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি।’’

 

দেবী কি ভৌতিক ছবি

আলমগীর কবির 

মঞ্চ, টেলিভিশনের পর বড় পর্দায় আসছেন মিসির আলী। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ যে উপন্যাসের মাধ্যমে এই চরিত্রের জন্ম দিয়েছিলেন তারই অনুকরণে চলচ্চিত্রেরও নাম রাখা হয়েছে ‘দেবী’। ২০১৬ সালে সরকারি অনুদান দেয়া হলে ২০১৭ সালের ১৮ মার্চ এই ছবির কাজ শুরু হয়। যা আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর রাতে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের।

গতানুগতিক আয়োজনের চেয়ে দেবীর অনুষ্ঠানে আনা হয়েছিল ভিন্নতা। যেখানে অতিথিরা দেবী নিয়ে স্মৃতিচারণ করেছেন, হুমায়ূন আহমেদের লেখা নিয়ে কথা বলেছেন। প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজেকে হুমায়ূন আহমেদের ভক্ত দাবি করায়, উপস্থাপক রুম্মান রশীদ খান জানতে চেয়েছিলেন দেবী প্রকাশের সাল কবে?

মন্ত্রী বলেন, ১৯৮৪ সালের দিকে হুমায়ূন আহমেদের একটি নাটকের ডায়লগে অসাম্প্রদায়িক চেতনার ডাক দেয়া হয়। তখনকার তরুণ সমাজ এটাকে সানন্দে গ্রহণ করে নেয় এবং তারা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ শুরু করে। ওই সময়টায়ই ‘দেবী’ লেখা হয়েছিল। ওটা সম্ভবত ১৯৮৫ সাল।’

মন্ত্রী বলেন, ‘দেবী অনেক ভলো সিনেমা হয়েছে বলে আমার বিশ্বাস। এই টিমে যারা কাজ করেছেন তাদের উদ্দীপনা দেখে আমার সেটা মনে হয়েছে। একটা কথা মনে রাখবেন, এই দেশে ১৬ কোটি মানুষের ইচ্ছের ভিন্নতা রয়েছে। এতে কারো কিছু আসে যায় না। তবে ইচ্ছের পর যারা সিদ্ধান্ত নেন এবং সঙ্কল্প করেন তারাই সফল হন।’

মন্ত্রীর বক্তব্যের আগে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারা আবদুল আজিজ বক্তব্য রাখনে। তিনি বলেন, ‘আমার রবীন্দ্রনাথ পড়তে ভালো লাগে না, তবে হুমায়ূন আহমেদের সব বই আমি পড়েছি। তার লেখা যেকোনো উপন্যাস সম্পর্কে আমি আদ্যপান্ত বলতে পারব।’ তার এই কথার সত্যতা যাচাই করতে উপস্থাপক একটি প্রশ্ন করলে সঠিক জবাব দিয়ে পাল্টা প্রশ্ন রাখেন তিনি। কিন্তু উপস্থাপক সেই প্রশ্নের উত্তর দিকে পারেননি।

বক্তব্যের ফাঁকফোকরে ‘দেবী’ ছবির ট্রেলার ও গানের অংশবিশেষ দেখানো হয়।

এরপরই মিসির আলী চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী মাইক্রোফোনের সামনে দাঁড়ান। তিনি বলেন, আমার মনে হয় এ পর্যন্ত সরকারি অনুদানে যত ছবি নির্মাণ হয়েছে তার মাঝে দেবীই সবার থেকে এগিয়ে থাকেব। এই চরিত্রে অভিনয় করেছি শুনে নূর ভাই (আসাদুজ্জামান নূর) আমাকে ফোন করে বলেছেন, তোর অভিনয় আমার ভালো লাগে। কিন্তু মিসির আলী চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছে ছিল আমার।’

বক্তব্য দিয়েছেন ‘দেবী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় থাকা হতে যাওয়া শাবনম ফারিয়া, তিনি বলেছেন, জয়া আহসানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি এরকম একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসতে পারছি এটা অনেক বড় পাওয়া।’ বক্তব্য দিয়েছেন জয়াও। তিনি এই ‘দেবী’র রানু চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি এর মাধ্যমে প্রযোজক জয়ার অভিষেক হচ্ছে। এ কারণেই জয়া নিজের চরিত্রের চেয়ে কলাকৌশলীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশেই বেশি সময় নিয়েছেন।

‘দেবী’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে ঢাকা আর কলকাতায়। পোস্ট প্রোডাকশনের পুরো বিষয়টি জয়া নিজে তদারকি করেছেন। বললেন, ‘পোস্ট প্রোডাকশন কাজগুলো আমি কাছ থেকে দেখাশোনা করেছি। আবার আমাকে ছাড়াও চলছিল না। উভয়সংকটে পড়ে আপসেট হয়ে যাই। নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মনে হয়েছিল, যদি মাকে নিয়ে বাইরে চলে যাই, তাহলে ছবির ক্ষতি হবে। এসব ভেবে চিৎকার করেছি।’

সবশেষে পরিচালক অমন বিশ্বাস সহ মঞ্চে হাজির হন ‘দেবী’ টিম। এটা মূলত প্রশ্নউত্তর পর্ব। এখানে জানতে চাওয়া হয়, ভয়ঙ্কর একটা গল্প নিয়ে লেখা উপন্যাস ‘দেবী’। চলচ্চিত্রে এই ভয়ঙ্কর রূপটা যদি রাখা হয়ে থাকে, তবে তো এটাকে ভৌতিক ছবি বলতে হবে। উত্তরে অমন বিশ্বাস বলেন, নাহ, এটাকে ভৌতিক সিনেমা বলা উচিত হবে না। তবে এই ছবির পুরোটা জুড়ে অনেক রহস্য থাকবে।’

 এর আগে মিসির আলীকে প্রথমে মঞ্চে নিয়ে এসেছিল ‘বহুবচন’ নামের একটি নাট্যদল। আর এই চরিত্র নিয়ে তিনটি টিভি নাটক নির্মাণ করেছেন অনিমেশ আইচ।’

১৯ অক্টোবর দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দেবী’। ছবির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

(১৭ অক্টোবর ২০১৮, প্রকাশিত)


আরো সংবাদ



premium cement
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে

সকল