২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, নিহত ৩

রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, নিহত ৩ - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের রামু ও উখিয়ার শরণার্থী ক্যাম্পে বজ্রাঘাতে পৃথকভাবে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। রোববার বেলা ১টার দিকে রামুর খুনিয়াপালং কালারপাড়া ও কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫-এ এ বজ্রাঘাতের ঘটনা ঘটে।
নিহতরা হলো, রামুর খুনিয়াপালং কালাপাড়ার মৌলভী নুরুল ইসলামের মেয়ে ফাতেমা বেগম (১৬) ও ছেলে মুহাম্মদ আকরাম (২)। উখিয়ায় নিহত আবদুস শুক্কুর (৫৩) কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫-এর চাঁদমিয়া ছড়া এলাকার বাসিন্দা ও মৃত আবদুল করিমের ছেলে।

আহতরা হলেন, মৌলভী নুরুল ইসলামের দুই স্ত্রী আম্বিয়া খাতুন (৪৭) ও মায়েদা বেগম (২৮), মেয়ে উম্মে তাহেদিয়া (৪)। উখিয়ায় আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

রামু থানার ওসি আবুল মনসুর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সবাই ঘরের বাইরে বসে কাজ করছিল। এমন সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে ফাতেমা ও আকরাম ঘটনাস্থলে মারাযায়। আর আহত হন তাদের মাসহ বাড়ির অন্য তিন সদস্য। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রশাসনিক অনুমতির পর লাশগুলো পরিবারের হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, একই সময়ে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এর চাঁদমিয়া ছড়া খেলারমাঠ এলাকায় বজ্রঘাতে মারযান রোহিঙ্গা আবদুস শুক্কুর (৫৩)। এসময় আরো ২জন রোহিঙ্গা শরণার্থী গুরুতর আহত হন। তথ্যের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, নিহতের দাফন সম্পন্ন হয়েছে। আহতদের এনজিও পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম ঠিকানা তৎক্ষণাৎ জানাতে পারেননি তিনি।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫

সকল