০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিআইইউ ফল সেমিস্টারের নবীনবরণ

-

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে ফল সেমিস্টার-২০১৯ এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত ভিসি ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম মনসুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রিজের মেম্বার সেক্রেটারি ও পরিচালক পরিকল্পনা উন্নয়ন সাইয়্যেদ শহিদুল বারী, রেজিস্ট্রার মো: আব্দুল মোনাফ পাটোয়ারী, ব্যবসায় ও প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. এম আরশেদ আলী মাতুব্বর। এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার মো: মোরশেদুর রহমান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা না থাকার কারণে আজ বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে হত্যাকাণ্ড ঘটছে। তাই নৈতিক শিক্ষার জন্য জ্ঞান অর্জন করতে হবে। নৈতিক জ্ঞানে শিক্ষিত একজন আদর্শ ব্যক্তিই পারে সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে। আর নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে পুরনোরা নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement