০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


এক্সিম ব্যাংকের বামেলকো সম্মেলন

-

মানিলন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন ও বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং শিরোনামে এক্সিম ব্যাংকের বার্ষিক বামেলকো সম্মেলন ২০১৯, গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা: রাজী হাসান এবং বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিএফআইইউর অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো: জাকির হোসেন চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো: ফিরোজ হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক সৈয়দ কামরুল ইসলাম, উপপরিচালক মো: রোকনুজ্জামান, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ূন কবীর, শাহ্ মো: আব্দুল বারী, শেখ বশিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement