০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিআইইউর ইংরেজি বিভাগে পিঠা উৎসব

-

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্লেগ্রাউন্ডে ইংরেজি বিভাগের ছাত্রীদের উদ্যোগে দুই দিনব্যাপী পিঠা উৎসবের গতকাল ছিল শেষ দিন। ছাত্রীদের নিজেদের তৈরি বাংলার ঐতিহ্যবাহী হরেক রকম পিঠা স্টলে সাজিয়ে রাখা এবং বিক্রি করা হয়। স্টল পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. শের-ই মোহাম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ও ডিরেক্টর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সাইয়েদ শহিদুল বারী, রেজিস্ট্রার মো: আব্দুল মোনাফ পাটোয়ারী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম মাহবুবুল ইসলাম, ব্যবসায় ও প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. এম আরশেদ আলী মাতুব্বর ও ডেপুটি রেজিস্ট্রার মো: মোরশেদুর রহমান, সহকারী প্রক্টর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement