১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


সাগরে ট্ররার ডুবি, পিরোজপুরের এক জেলের মৃত্যু

-

বৈরি আবহাওয়ার কারণে উত্তাল সাগরে দু’টি ফিশিং ট্রলার ডুবিতে একজন নিখোঁজ রয়েছেন ও ইছাহাক ফরাজি (৪৫) নামের একজনে মৃত্যু হয়েছে বলে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা আকন ট্রলার মালিক সমিতির সেক্রেটারি ইকবাল নিশ্চিত করেছেন। জেলে সমিতির নেতা শেখ মিজানুর রহমান জানিয়েছেন উত্তাল সাগরের গভীর পানিতে মাছ ধরার সময় শুক্রবার সকালে পাড়েরহাট মৎস্য বন্দরের আওতাধীন মধু মাঝির এফবি আকবর নামের ট্রলারটি ১৮ জন লোক নিয়ে ডুবে গেলে অন্য ট্রলারের সাহায্যে ট্রলার মালিক মধু মাঝিসহ ১৭ জন তীরে আসতে সক্ষম হলেও ট্রলার মিস্ত্রী নিখোঁজ রয়েছেন। তার বাড়ি ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম জানা সম্ভব হয়নি। ওপর দিকে ১৬ জন জেলে মাঝিসহ এফবি ইসরাত জাহান নামের ট্রলারটি ডুলে ইন্দুরকানীর কালাইয়া গ্রামের ইছাহাক ফরাজির মৃত্যু হয়। তবে এ ট্রলারের অন্য ১৫ জন ভারতের পানি সীমায় ভেসে গেলে সে দেশের লোকরা তাদের উদ্ধার করে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পাড়েরহাট ট্রলার মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান।


আরো সংবাদ



premium cement