২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাথরঘাটায় প্যানেল মেয়র সোহেলের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

-

বরগুনার পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র ও বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ও তার ব্যবসায়ী পার্টনার মো. সেলিমের বিরোধ মেটাতে বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমনের চাপ এবং জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সোহেলের ব্যবসায়ী পার্টনার মো. সেলিম।
লিখিত অভিযোগে সেলিম জানান, প্যানেল মেয়র ও বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সাথে দীর্ঘ দিন পাথরঘাটা ট্রান্সপোর্ট নামে ব্যবসা করেন মো. সেলিম। সোহেলের কাছে ব্যবসার লাভের টাকা এবং হিসাব চাওয়া নিয়ে দ্বন্ধ হলে হাসিন ট্রান্সপোর্ট নামে নতুন করে ব্যবসা শুরু করেন সেলিম।
পরে ২০১৭ সালের ৪ জানুয়ারী প্যানেল মেয়র সোহেলসহ ১৩জন যুবক পিটিয়ে দুই পা এবং হাত ভেঙ্গে দেয়। এনিয়ে পাথরঘাটা থানায় মামলা হলে ওই মামলা উত্তোলনসহ সোহেল ও সেলিমোর মধ্যে বিরোধ মেটাতে বরগুনা-২ আসনের এমপি রিমন সোহেলের সাথে মিমাংসা হওয়ার জন্য চাপ সৃস্টি করেন তাকে। এবং এমপি সেলিমকে বলেন, “ওরা (সোহেলরা) যেভাবে বলে সেভাবে তুমি মিলিয়া যাও”। এছারাও সেলিমের বাড়িতে এসে সোহেলসহ ১০ থেকে ১২জন লোক স্টাম্পে স্বাক্ষর নিতে চাইলে তখন অস্বীকৃতি জানালে সোহেল মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে বেশকয়েকটি স্বাক্ষর নেয়।
সেলিম আরো অভিযোগ করেন, প্যানেল মেয়র সোহেল ট্রান্সপোর্টের ব্যবসার পিছনে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে এবং সে একজন নারী লোভী। সে খুলনার এরশাদ শিকদারকেও হার মানিয়েছে। এলাকায় সে চিহ্নিত মাদক ব্যাবসায়ী হলেও আইনসৃঙ্খলা বাহীনী তাকে গ্রেফতার করছে না। যে কোন সময় সোহেল ও তার দল তাকে ও তার পরিবারকে মেরে ফেলবে বলে জীবনের নিরাপত্তাও চান তিনি।
বিষয়টি জানতে সাংসদ শওকত হাচানুর রহমান রিমনকে মুঠোফোনে কয়েকবার কলদিলেও রিভিস করেননি।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্যানেল মেয়র ও বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল নয়াদিগন্তকে বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। সেলিমের কাছে পাওনা মোটা অঙ্কের টাকা চাওয়ার কারনেই সে আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করেছেন।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল