১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


লালমোহনের ১৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

-

দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ১৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন নিম্নগামী হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লালমোহনের ৯টি ইউনিয়নে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে (সদ্য জাতীয়করণকৃতসহ)। তার মধ্যে ৭২টি পুরাতন সরকারি এবং ১১৮টি সদ্য জাতীয়করণকৃত, এ ছাড়া ছয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার যেসব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো বেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুণ্ডের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বাসের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারজানা চৌধুরী রতœা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলোয়াখালী (কালামুলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর উদয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মোলাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরভুতা খারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য লর্ডহার্ডিঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব অন্নদা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সৈয়দাবাদ মাওলানা সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দীর্ঘ দিন প্রধান শিক্ষক না থাকায় স্থানীয় অভিভাবকরা তাদের সন্তানের পাঠদান নিয়ে শঙ্কিত, কয়েকজন অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে সব সময় ব্যাস্ত থাকেন, বিদ্যালয়ে নিয়মিত আসতে পারেন না। তাছাড়া অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের সংখ্যা কম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আয়ুব আলী বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই আমরা সেসব বিদ্যালয়ের তালিকা করে শিক্ষা অধিদফতরে পাঠিয়েছি। আশা করি শিগগিরই শিক্ষক সঙ্কট কেটে যাবে। কী কারণে ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এমন প্রশ্নের জবাবে শিক্ষা অফিসার বলেন, অবসর গ্রহণ ও মৃত্যুজনিত কারণে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল