১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


সৌদি আরবে বৈঠকে যোগ দেবে না তালেবান

গতবছর জুলাই মাসে কাতারে তালেবান প্রতিনিধি দলের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক - ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ দেবে না আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা। চলতি মাসে এ আলোচনা সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে সৌদি আরবের বদলে আলোচনা কাতারে সরিয়ে নেয়ার ইচ্ছা ব্যক্ত করেছে তালেবান। তালেবানের এক পদস্থ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, শান্তি আলোচনায় আফগান সরকারকে অন্তর্ভূক্ত করার চেষ্টা করছে সৌদি আরব। আর সৌদি আরবের এ প্রয়াসকে ঠেকানো জন্য বৈঠকের স্থান পরিবর্তনের ইচ্ছা ব্যক্ত করেছে তালেবান।

নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ এক তালেবান কর্মকর্তা বলেন, গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি প্রক্রিয়া শেষ হয়নি। শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যে রিয়াদে তালেবানের সাথে মার্কিন কর্মকর্তাদের এই বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু আফগান সরকারের প্রতিনিধিদের সাথে তালেবানের বৈঠক করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নেতারা জোর দিচ্ছেন বলে জানান তিনি। তালেবানের পক্ষে এখন কাবুলের প্রতিনিধিদের সাথে বৈঠক করা সম্ভব নয় উল্লেখ করে তিনি আরো বলেন, এই কারণে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করা হলো।

সৌদি আরবের পরিবর্তে কাতারে তালেবানের রাজনৈতিক সদর দফতরে এই বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

এদিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সৌদি আরবে বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য, বৈঠকের নতুন স্থান নিয়ে কিছু বলেননি তিনি। পার্সটুডে


আরো সংবাদ



premium cement
ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’ মিয়ানমারের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখলে নিলো বিদ্রোহীরা ধর্ষণ মামলায় জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ সরকারি কেন্দ্রে ধান বেচতে পারে না কৃষক, লাভ খাচ্ছে দালালরা ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরি

সকল