২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মশা নিধনে ডিএসসিসি ‘ক্র্যাশ প্রোগ্রাম’

-

সম্প্রতি মশার উপদ্রব বাড়ায় তা নিধনে ফের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মশক নিয়ন্ত্রণে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, কোনো এলাকায় ডিএসসিসির কর্মচারীরা অনুপস্থিত থাকার অভিযোগ জানালে আঞ্চলিক কার্যালয় থেকে বাসায় গিয়ে ওষুধ ছিটিয়ে দেবে। এ কাজে নগরবাসী সম্পৃক্ত হলে মশক নিধন কার্যক্রম আরো সহজ হবে। এজন্য নগরবাসীর সচেতনতাও খুব জরুরি।
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে সাত দিনব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন, সচিব শাহাবুদ্দিন খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার ডিএসসিসির পাঁচটি অঞ্চলেই একযোগে এই ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। ৫৭টি ওয়ার্ডে ৩৬৭ জন মশক নিধন কর্মী কাজ করবেন। এ কাজে ৩২৪টি হস্তচালিত মেশিন, ২৪৭টি ফগার মেশিন এবং ২০টি হুইলব্যারো মেশিন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং, শোভাযাত্রার আয়োজনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা হয়েছে। মসজিদের ইমামরাও এ বিষয়ে সচেতনতামূলক বয়ান করবেন।
সাঈদ খোকন বলেন, এবার আগাম বৃষ্টিপাতের কারণে মশার উপদ্রব বেড়েছে। একাধিকবার ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেয়ায় ঝুঁকি থেকে বের হয়ে এসেছি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন তাপমাত্রা কমে আসার কারণে কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। সেজন্য আমরা সর্বোচ্চ জনবল দিয়ে সফল হতে চেষ্টা করব।


আরো সংবাদ



premium cement