০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


উত্তরায় বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাস্তা অবরোধ

-

রাজধানীর উত্তরায় বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছে।

সোমবার পরিবহন শ্রমিকদের হাতে ১০ ছাত্র আহত হওয়ার ঘটনার পর ২৪ ঘন্টা পরেও কেউ গ্রেফতার কিংবা কোনো বিচার না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকেই ক্লাস ও পরীক্ষায় অংশ না নিয়ে আব্দুল্লাপুর থেকে আশুলিয়া ইপিজেড রোড এবং মিরপুর আশুলিয়া রোডে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এতে এলাকাটিতে চলছে না কোনো যানবাহন। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

মমিন নামে এক ছাত্র বলেন, ‘কাভার্ড ভ্যান শ্রমিকদের কাছে শিক্ষার্থীরা জিম্মি থাকতে পারি না, দোষীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’

জিসান নামে আরেক ছাত্র বলেন, ‘পুলিশের সামনে ছাত্রদের রাম দা দিয়ে পরিবহন শ্রমিকরা নির্বিচারে কুপিয়েছে। পুলিশ এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করেছে। পুলিশ তাদের চিনে। ২৪ ঘন্টার বেশি সময়েও কেউই গ্রেফতার হয়নি। আমরা অবরোধ তুলবো না।’

এদিকে ঘটনাস্থলে উপস্হিত পুলিশের উত্তরা জোনের সিনিয়র সহকারী কমিশনার সচীন মল্লিক নয়া দিগন্তকে জানান, ‘আমরা ছাত্রদের অনুরোধ করেছি। কিন্তু তারা কোনো কথাই শুনছেন না। ভিসি স্যার, চেয়ারম্যান স্যারও অনুরোধ করেছেস। ছাত্ররা কারো কথাই শুনছেন না।’

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পুলিশ ইতোমধ্যে মামলাও নিয়েছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement