১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজদের একজনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবি
বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজদের একজনের লাশ উদ্ধার - ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ একই পরিবারের ছয়জনের মধ্যে জামশিদা (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ শুক্রবার দুপুরের দিকে বুড়িগঙ্গার তেলঘাট ও রহমান সাহেবের ডকের মধ্যবর্তী এলাকা থেকে জামশিদার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর ডুবুরিরা।

নিখোঁজ বাকিরা হলেন- মীম (৮), মাহী (৬), জুনায়েদ (৬ মাস), দেলোয়ার (৩৮) ও শাহিদা (৩২)।

এছাড়া লঞ্চটির পাখার আঘাতে দুই পা বিচ্ছিন্ন হওয়া পরিবারের অপর এক সদস্য শাহজালাল পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামরাঙ্গিরচর থেকে একই পরিবারের সাত যাত্রী নিয়ে একটি নৌকা সদরঘাট টার্মিনালের দিকে যাচ্ছিল। সদরঘাটের কাছাকাছি পৌছলে সুরভী-৭ লঞ্চের পিছন দিকের ধাক্কায় তাদের তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পিছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম শাহজালালকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়।

সেখান থেকে লঞ্চে করে ফরিদপুরে এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের।

নিখোঁজের পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।


আরো সংবাদ



premium cement