২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শিশু আকিফার হত্যায় বাস চালক গ্রেফতার

শিশু আকিফা ( বামে) মায়ের কোল থেকে ছিটকে পড়ার আগ মুহুর্তে। - ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শিশু আকিফার হত্যা মামলার ঘটনায় প্রধান আসামি গঞ্জেরাজ পরিবহনের চালক মহিত মিয়া ওরফে খোকনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার রাতে ফরিদপুর থেকে মহিত মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে বলেও জানানো হয়েছে।

গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে ফয়সাল গঞ্জেরাজ নামে একটি বাস শিশু আকিফা ও তার মাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকিফা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পরদিন ২৯ আগস্ট রাতে শিশু আকিফার বাবা হারুন অর রশিদ কুষ্টিয়া মডেল থানায় বাসচালক, হেলপার ও মালিকের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় গত ৯ সেপ্টেম্বর বাসের মালিক জয়নাল আবেদীনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন ১০ সেপ্টেম্বর তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠায়।

একই দিন একই আদালতে আত্মসমর্পণ করেন বাসের চালক মহিত মিয়াও। আদালত দুজনকেই জামিন দেন।

পরদিন ১১ সেপ্টেম্বর ৩০২ ধারা সংযোজন করে আদালতে একটি আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সুমন কাদেরী। কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ আবেদনটি মঞ্জুর করেন। এতে বাসের মালিক ও চালকের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরিপ্রেক্ষিতে আজ গ্রেপ্তার হলেন চালক মহিত মিয়া।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল