০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সিআইইউর ইংরেজি বিভাগের মনমাতানো পাহাড়ি পিকনিক

-

পাহাড়ি উঁচু-নিচু আঁকাবাঁকা সড়ক। গাড়ি চলেছে মনের টানে। ভেতরে চলছে হইহুল্লোড়। কখনো গলা ছেড়ে গান। আনন্দ আর আড্ডা। সবই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইংরেজি বিভাগ আয়োজিত ২০১৯ সালের বার্ষিক পিকনিক। গন্তব্য ছিল চট্টগ্রাম থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায়। হবে নাই বা কেন? বছরজুড়ে ক্লাস আর পরীক্ষা। কখনো অ্যাসাইনমেন্ট। ব্যস্তময় ক্যাম্পাস জীবনে তাই বন্ধুরা মিলে একটু প্রাণখুলে কথা বলার জন্য ছিল শুধুই অপেক্ষা। সম্প্রতি ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই পিকনিকের আয়োজন করে। এতে আনন্দঘন মুহূর্তে শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছিলেন সিআইইউর ইংরেজি বিভাগের শিক্ষকরাও। সারা দিন ঘোরাঘুরি, খেলাধুলা, খাওয়া-দাওয়াসহ আরো কত কি। ঘড়ির কাঁটায় সকাল ৯টা বাজতেই চারটি বাস চলতে শুরু করে মানিকছড়ির উদ্দেশে। কোনো রকম বিরতি ছাড়াই দুপুর গড়ানোর আগেই বাস পৌঁছে যায় পাহাড়ি কন্যার কাছে। ক্রিকেট খেলায় নেমে পড়েন ছাত্র-শিক্ষকদের অনেকেই। দু-একজনকে দেখা গেল নদীতে নৌকাভ্রমণে। কেউবা আবার সেলফি তুলতে বন-বাদাড়ে ঘোরাঘুরিতে। মানিকছড়ির সৌন্দর্যটাই অন্যরকম। স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সসের ডিন কাজী মোস্তাইন বিল্লাহর সাথে আড্ডা দিয়ে অন্য এক মানুষকে যেন খুঁজে পেলেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স বলেন, শহর ছেড়ে একেবারে দূরে প্রকৃতির রাজ্যে হারিয়ে যাওয়ার এ এক দারুণ অনুভূতি। ভালো লেগেছে সবাই মিলে সময় কাটাতে পেরে।


আরো সংবাদ



premium cement