০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


মাইজভাণ্ডারী মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী

-

মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৯ গত মঙ্গলবার সকালে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, পরিচালনা পর্ষদের সভাপতি রাহবারে আলম সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী তিনি বলেন, শিক্ষিত, বিজ্ঞানমনস্ক, দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে উন্নত দেশ গঠনের জন্য আধুনিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয় প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান বলেন, সুনাগরিক গঠনে সুশিক্ষার বিকল্প নেই। আর সুশিক্ষা অর্জনের জন্য প্রয়োজন আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে সপ্তম শ্রেণীর ছাত্র মুহাম্মদ ফোরকান উদ্দিন, নাতে রাসূল (দ.) পরিবেশন করে অষ্টম শ্রেণীর ছাত্র মুহাম্মদ কইমুল হাসান, মাইজভাণ্ডারী গজল পরিবেশন করে অষ্টম শ্রেণীর ছাত্র মুহাম্মদ আরমান উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন, রোসাংগীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোয়াইব আসসালেহীন, মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম মাইজভাণ্ডারী, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড নাজিরহাট শাখার এভিপি ও ম্যানেজার মোহাম্মদ এহসান, মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন প্রমুখ। মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস প্রভাষক মাওলানা মুহাম্মদ নাজিমুল হক, মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন, মাওলানা মুহাম্মদ রফিক উদ্দীন, মুহাম্মদ শফিউল আজম চৌধুরী, মুহাম্মদ একরামুল হক, উম্মুল ওয়ারা, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ নুরুল করিম চৌধুরী, মুহাম্মদ আব্দুর রাজ্জাক সুমন, মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিন, মুহাম্মদ রবিউল হোসেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, জোবাইদুন নাহার, রাবেয়া সুরতানা, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, জোবাইদা বেগম প্রমুখ। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল