২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে স্বপ্নচূড়া

-

মীম! মেয়েটার বয়স পাঁচ বছর ছুঁই ছুঁই। রেল দুর্ঘটনায় বাম হাত হারায়। তবুও ডান হাত উঁচু করে মীমের বিজয় উল্লাস, ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব। শুধু মীম নন তার সমবয়সী আরো বারোজন বন্ধু বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় পুরস্কার জিতে জয়ের উল্লাসে মেতে ওঠে। উষ্ণ হাসির রেশ ছড়িয়ে পড়ে পুরো বস্তির প্রায় অর্ধশত শিশুর মাঝে।
দেওয়ানদীঘি বস্তিতে সম্প্রতি দুপুর থেকে শুধু সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে পরিচালিত সংগঠন ‘স্বপ্নচূড়া’র উদ্যোগে ক্রীড়া ও শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে দুই রকমের পিঠা, মিষ্টি, ফল-ফলাদি, নাশতা ও চকলেট পরিবেশন করা হয়। ভালোবাসা দিবস উপলক্ষে এই আয়োজনের কেক কেটে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আমজাদ হুসাইন আরফি। এই সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন সাব্বির, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আবির, প্রচার সম্পাদক রেজাউল মোর্শেদ ও তানভীর আহমেদ, পরিকল্পনা সম্পাদক তানভীর হোসেন প্রিয়ম, শাহাদাত হোসাইন, রায়হান উদ্দিন, মেহেরাজ, শুভাগত দে, তানভীর আহমেদ, আল-আমীন প্রমুখ। সর্বশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement