২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দেশ সমৃদ্ধ করতে হলে সুশিক্ষার বিকল্প নেই : ইদ্রিস মিয়া

-

পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া বলেছেন, শুধু জায়গা-জমি, অর্থ কড়িই সম্পদ নয়, সেই সম্পদ হারিয়ে যেতে পারে। কিন্তু বিদ্যা এমন এক সম্পদ যা হারিয়ে যাওয়ার ভয় নেই। তাই পার্থিব সম্পদ অর্জনের চেয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে প্রকৃত সম্পদের মালিক হতে হবে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার। তাই তাদের সুশিক্ষিত করে এদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করতে হবে। তিনি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বর্তমানে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করে মাদরাসা ছাত্রদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
সম্প্র্রতি তিনি পটিয়ার হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ আল কাদেরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা শরীফ উল্লাহ আশেকী, মাওলানা ইউসুফ জিলানী, মাওলানা ফখরুল আলম, আলী আকবর, মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ আল কাদেরী, মাওলানা নুরুল আবছার, মাওলানা হেলাল উদ্দীন, কহিনুর আকতার, দিদারুল আলম সিকদার, আবদুর রাজ্জাক, সাজেদা বেগম, মাওলানা কারি আছহাব নুর, বদিউল আলম, মামুনুর রশিদ, আহমদ ছফা, মহিউদ্দিন, হোছাইন, নয়ন সাইফু, জাহেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement