০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পোর্ট সিটি ইউনিভার্সিটির স্প্রিং ২০১৯ সেশনের ক্লাস শুরু

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং ২০১৯ ট্রাইমেস্টারের ক্লাস শুরু হয়েছে গত ৫ জানুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও অ্যাকাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান ও ভিসি প্রফেসর ড. মো: নূরল আনোয়ার এ সময় শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
ক্লাস শুরু হওয়া বিভাগগুলো হলোÑ ব্যবসায় প্রশাসন, আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, ইংরেজি ও সাংবাদিকতা। পরিদর্শনে ভিসি বলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছি। পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ল্যাবরেটরি ও লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। এ সময় উপস্থিত ছিলেনÑ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, বাণিজ্য অনুষদের ডিন, মানবিক, সমাজবিজ্ঞান ও ল অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান।

 


আরো সংবাদ



premium cement