২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জামায়াতের আলোচনায় নজরুল ইসলাম

সরকার ও নির্বাচন কমিশন চরম পক্ষপাতিত্ব করে মহান বিজয় দিবসের মর্যাদা কলঙ্কিত করেছে

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ব্রিটিশ থেকে ১৯৪৭ সালের মহান স্বাধীনতা অর্জনের পেছনে বাংলাদেশের সব দল ও মতের জনসাধারণ ১৯৪৬ সালের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছিল। স্বাধীনতার স্থাপতি শেখ মুজিবুর রহমানসহ সব জাতীয় নেতা ঐতিহাসিক ভূমিকা রাখে ওই স্বাধীনতা সংগ্রামে। সিকি শতাব্দীতে প্রথমবারে অর্জিত স্বাধীনতা অর্থবহ করতে তৎকালীন শাসক গোষ্ঠী ব্যর্থ হয়েছিল। বারবার গণতান্ত্রিক ব্যবস্থা ভূলুণ্ঠিত করে বৈষম্যমূলক শাসন চাপিয়ে দেয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের ভাষার অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হয়েছিল। জনগণ সব গণতান্ত্রিক আচরণ, বৈষম্য ও জুলুম নির্যাতনের জবাব দিয়েছিল ১৯৭১ সালের সাধারণ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বক্তব্য দেন নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ্, নগর কর্মপরিষদ সদস্য ডা: মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, আবদুল কাদের, অধ্যাপক এফ খান নুন ও মোস্তাক আহমদ প্রমুখ। মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচনী শিডিউল ঘোষণার পরও আগের মতো গায়েবি মামলা ও গ্রেফতার এবং পুলিশি ছত্রছায়ায় হামলা চালিয়ে যাচ্ছে সরকারি দল। তাদের হামলা ও মামলা থেকে বিরোধীদলীয় নমিনি, প্রস্তাবকারী,সমর্থনকারী, এজেন্ট ভোট কর্মী-সমর্থক কেউ রেহাই পাচ্ছে না। চরমভাবে সরকারও নির্বাচন কমিশন স্বৈরাচারী আওয়ামী লীগ ও সমর্থিত মহাজোটের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে নস্যাৎ করে মহান বিজয় দিবসের মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে।


আরো সংবাদ



premium cement