২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রতিবাদী মানববন্ধন

-

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য টিপু শীল জয়দেবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গত ১৯ জুন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পুরাতন আদালত ভবন চত্বরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো: দেলোয়ার হোসেন চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি চন্দন দাশ, মো: মুজিবুল হক, রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন আকতার মোস্তাক, মো: এনামুল হক, সাবেক জেলা পিপি মো: আবুল হাশেম, সাবেক মহানগর পিপি মো: আবদুস সাত্তার, সিনিয়র আইনজীবী ভুলন লাল ভৌমিক, তুষার সিংহ হাজারী, সমিতির অর্থ সম্পাদক মো: শফিউল হক চৌধুরী সেলিম, পাঠাগার সম্পাদক মো: নুরুল করিম এরফান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসনা হেনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: রাশেদুল আলম রাশেদ, নির্বাহী সদস্য যথাক্রমে সেলিনা আকতার, মোহাম্মদ ইয়াছিন, এইচ এস সোহরাওয়ার্দী, মোহাম্মদ এহছানুল হক, মো: এনামুল হক, ইয়াসিন মাহমুদ (তানজিল) প্রমুখ। সভায় বক্তারা বলেন, আইনজীবীরা সমাজের দর্পণ, কিন্তু তারা আইনের ঊর্ধ্বে নন। আইনের কথা বলে মিথ্যাভাবে কাউকে নির্যাতন করলে আইনিভাবে তার জবাব দিতে আমরা প্রস্তুত। আমরা মনে করি, আইনের আশ্রয় পাওয়া সবার আইনগত অধিকার সে বিষয়টি নিশ্চিত করে আইনজীবীসমাজ। যখন আইনজীবীদেরকে মিথ্যা অভিযোগে অপদস্থ করা হয় তখন সমাজে আতঙ্ক বিরাজ করে।


আরো সংবাদ



premium cement