১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেরিলের দাপটে লণ্ডভণ্ড টেক্সাস

বেরিলের দাপটে লণ্ডভণ্ড টেক্সাস - সংগৃহীত

আমেরিকার টেক্সাসে সোমবার আছড়ে পড়ে বেরিল ঝড়। ওয়েস্ট ইন্ডিজের উপকূল হয়ে এই ঝড় আমেরিকায় ঢুকেছে। আগের চেয়ে এর ভয়াবহতা অনেকটা কমে গেলেও বেরিলের দাপটে তছনছ হয়ে গেছে টেক্সাসের উপকূল অঞ্চল। প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা।

সোমবার টেক্সাস উপকূলে পৌঁছায় বেরিল ঝড়। সারাদিন ধরে টেক্সাসের উপকূলবর্তী অঞ্চল কার্যত লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঝড়। সাথে প্রবল বৃষ্টিতে কোনো কোনো অঞ্চলে বন্যা শুরু হয়েছে। ঝড়ের দাপটে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা সব জায়গায় এখনো পৌঁছাতে পারেননি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের উপকূল অঞ্চল ভাসিয়ে এসেছে এই ঝড়। টেক্সাসে প্রবেশের সময় ঝড়ের শক্তি অনেকটাই কমে এসেছিল। তাকে আর হারিকেন হিসেবে দেখা হচ্ছিল না।

মৃতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। একজনের বয়স ৫৩ এবং অন্যজনের বয়স ৭৪। দু’জনের বাড়ির উপরেই গাছ ভেঙে পড়ে। বন্যার পানিতে এক পুলিশকর্মী ভেসে গেছেন বলেও জানা গেছে। ঝড়ের সময় প্রায় ২৫ লাখ মানুষের বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, বিদ্যুৎ আসতে দিনকয়েক সময় লাগবে। কর্মীরা কাজ শুরু করেছেন। কিন্তু আবহাওয়ার কারণে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না।

ঝড়ের পর প্রবল বৃষ্টিতে প্লাবিত একাধিক হাইওয়ে। সারাদিনে প্রায় এক হাজার উড়ান বাতিল হয়েছে বলে জানা গেছে।

টেক্সাসে একাধিক তেল শোধনাগার আছে। ঝড়-বৃষ্টির জেরে কয়েকটি শোধনাগার বন্ধ করে দিতে হয়।

এর আগে বেরিল ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকোতে তাণ্ডব চালিয়েছে এই ঝড়। সব মিলিয়ে সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের উপকূলে পৌঁছে ঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ

সকল