১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধে ইসরাইলকে সাড়ে ৬ বিলিয়ন সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

- ছবি : জেরুসালেম পোস্ট

গাজা যুদ্ধে ইসরাইলকে সাড়ে ৬ বিলিয়ন সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার নিরাপত্তা সহায়তা পেয়েছে। এর প্রায় অর্ধেক সহায়তা গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর ৭ মাস পরে ২০২৪ সালের মে মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘এই সহযোগিতা প্যাকেজ একটি বিশাল ও ব্যাপক উদ্যোগ। এর থেকেই অনুমান করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের সম্পর্ক কতটা গভীর ও জটিল।

এই সহযোগিতা প্যাকেজই ছিল চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং তার প্রতিনিধি দলের সাথে কথোপকথনের বিষয়।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement