যুক্তরাষ্ট্রে গ্রীষ্মের শুরুতেই বিভিন্ন রাজ্যে বন্দুক সহিংসতায় কয়েক ডজন হতাহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২৪, ০৯:৩৭
বন্দুক সহিংসতায় বিধ্বস্ত আমেরিকান শহরগুলোতে গ্রীষ্মের প্রথম সপ্তাহান্তে দুঃখজনক কিন্তু পরিচিত একটি ধরন ফিরে আসে। আলাবামায় একটি পার্টিতে, ওহাইওর একটি বিনোদন অঞ্চল এবং আরকানসাসের একটি মুদি দোকানে গুলিবর্ষণে কয়েক ডজন মানুষ নিহত বা আহত হয়।
টানা দ্বিতীয় সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সহিংসতায় বিপর্যস্ত স্থানগুলোর মেয়ররা সাহায্যের আবেদন জানিয়েছেন।
মিশিগানে কাউন্টি শেরিফ সন্দেহভাজন একটি চুরি করা গাড়ি অনুসরণ করার সময় তার একজন ডেপুটি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
শনিবার ফিলাডেলফিয়ায় একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন, যখন তিনি চারজন আরোহী বহনকারী একটি গাড়ি থামান।
আলাবামার মন্টগোমারিতে পুলিশ জানায়, রোববার ভোরে একটি জনাকীর্ণ পার্টিতে শত শত রাউন্ড গুলি চালানো হয়। এতে নয়জন আহত হয়।
অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জন হল বলেন, তদন্তকারীরা ৩৫০টির বেশি ভিন্ন ধরনের গুলির খোসা উদ্ধার করেছেন।
মন্টগোমারির মেয়র স্টিভেন রিড বলেন, ‘এই অর্থহীন সহিংসতা বন্ধ করতে হবে।’
তিনি বলেন, এতে যে কেউ মারা যায়নি তা আশীর্বাদস্বরূপ। তিনি অপরাধীদের হাত থেকে বন্দুক দূরে রাখতে সাহায্য চেয়েছেন।
রাস্তা থেকে বন্দুক হটানোর আহ্বান
রোববার ভোরে ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসের কেন্দ্রস্থলের কাছে জনপ্রিয় একটি রেস্তোরাঁ ও বিনোদন অঞ্চলের প্রধান সড়কে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে ১০ জন আহত হয়, একজনের অবস্থা গুরুতর। এর ফলে শহরের মেয়র রাস্তা থেকে বন্দুক দূরে রাখতে অঙ্গরাজ্য ও ফেডারেল সরকারের কাছে আরো পদক্ষেপ নেয়ার এবং মা-বাবাদের তাদের সন্তানদের নিবিড় পর্যবেক্ষণের জন্য আহ্বান জানিয়েছেন।
মেয়র অ্যান্ড্রু গিন্থার বলেন, ‘বন্দুক সহিংসতা জঘন্য, এটি অগ্রহণযোগ্য এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।’
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন এলাকায় সোমবার ভোরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও সাতজন আহত হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারের একটি পার্কে সোমবার ভোরে ভিড়ের মধ্যে একজন ব্যক্তি গুলি ছুঁড়তে শুরু করলে ছয়জন আহত হয়।
এই সপ্তাহান্তের গোলাগুলির ঘটনা শুরু হয় শুক্রবার, আরকানসাসের ছোট্ট শহর ফোর্ডিসে। বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও আরো ১১ জন আহত হয়েছেন। গোলাগুলির শব্দে ক্রেতা ও দোকানের কর্মচারীরা আড়াল খুঁজতে থাকেন। নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী নতুন একজন মা-ও রয়েছেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা