১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতিপক্ষের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেবার কথা নিয়ে বিতর্ক

- ছবি : ভয়েস অব আমেরিকা

নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস জয়ের প্রচেষ্টা যদি সফল হয় তাহলে তিনি যাদের রাজনৈতিক শত্রু মনে করেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করার অভিপ্রায়ের কথা তিনি ক্রমান্বয়েই স্পষ্ট করে বলছেন।

ট্রাম্পের প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি নতুন নয়। তিনি ২০১৫ সালে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার পর থেকেই তার সমর্থকদের উদ্বুদ্ধ করার জন্য অভিযোগের রাজনীতিকে ব্যবহার করেছেন।

গত বছর বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে সমবেত জনগণের উদ্দেশ্যে ট্রাম্প ঘোষণা করেন, ‘আমি আপনাদের যোদ্ধা। আমি আপনাদের ন্যায় বিচার। আর যারা নির্যাতন এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, আমি আপনাদের প্রতিশোধ।’

তবে, গত মাসে নিউইয়র্কের আদালতে ট্রাম্প ৩৪টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পের প্রতিশোধের প্রতিশ্রুতি তার সমর্থকদের পক্ষে করা হচ্ছে না, বরং তার নিজের ব্যক্তিগত আইনি জটিলতার প্রতিক্রিয়া হিসেবেই তিনি করছেন।

মামলার রায় বেশ কিছুদিন আগে দেয়া হলেও, তার সাজা এখনো ঘোষণা করা হয়নি।

নির্যাতনের অভিযোগ
সাবেক প্রেসিডেন্ট দাবি করেন, দেশব্যাপী বিভিন্ন বিচার বিভাগে যে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ করা হয়েছে, তা হচ্ছে ব্যাপক ষড়যন্ত্রের ফসল, যাতে তিনি পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী না হতে পারেন।

তিনি এই সব বিচারের দায়ভার প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দিয়েছেন অথবা ‘আড়ালে থাকা গোপন ষড়যন্ত্রকারীদের একটি ছোট দলকে’, যারা বাইডেনকে প্রভাবিত করছেন বলেও তিনি দাবি করেন।

ট্রাম্প দাবি করেন, এ কারণেই সুযোগ পেলে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ওই সব ব্যক্তিকে বিচারের মুখোমুখি করাটা যুক্তিসঙ্গত হবে।

গত সপ্তাহে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘দেখুন এই নির্বাচন যখন শেষ হবে, তখন তারা যে কাজ করেছে তার ভিত্তিতে আমার তাদেরকে ধরার পূর্ণ অধিকার থাকবে এবং কাজটি তখন সহজ হবে কারণ এটা হচ্ছে জো বাইডেন।’

গত সপ্তাহের শেষের দিকে মনোবিজ্ঞানী ফিল ম্যাকগ্র যখন ট্রাম্পের একটি ভিডিও সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন এ বিষয়টি আবার সামনে চলে আসে।

ম্যাকগ্র, একজন টেলিভিশন উপস্থাপক যিনি ডক্টর ফিল নামে বহুল পরিচিত, তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন যে প্রেসিডেন্ট হিসেবে প্রতিশোধ নেয়ার চেষ্টা তার অন্য রাজনৈতিক অগ্রাধিকারের পথে তা বাধা হয়ে দাঁড়াবে।

ট্রাম্প জবাবে বলেন, ‘প্রতিশোধ নিতে অবশ্যই সময় লাগে, আমি সেটাই বলব এবং প্রতিশোধ কখনো কখনো ন্যায়সঙ্গত হতে পারে ফিল, আমাকে সত্য কথা বলতে হবে। তুমি জানো, কখনো কখনো এটি হতে পারে।’

মিত্ররা ট্রাম্পের ডাকের প্রতিধ্বনি দিচ্ছে
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি পুনরায় নির্বাচিত হলে তার অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হবে তার আদেশ পালনে ইচ্ছুক অনুগতদের দিয়েই প্রশাসনিক পদগুলো পূরণ করবেন।

হোয়াইট হাউসে চার বছর ক্ষমতায় থাকাকালীন তিনি প্রায়ই হতাশ হয়েছেন, কারণ কর্মকর্তারা দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত নিয়ম ভাঙতে পারে বা আইনের পরিপন্থী হতে পারে ভেবে তার আদেশ মানতে দ্বিধা করতেন।

ইতোমধ্যে ট্রাম্পের কিছু সহযোগী যাদের দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউসের পদের জন্য বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা টাম্পের কথার প্রতিধ্বনি করছেন। তারা রিপাবলিকান কর্মকর্তাদেরকে সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক শত্রুদের টার্গেট করার জন্য সর্বময় ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছে।

সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা স্টিফেন মিলার যিনি সম্ভবত ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসনে থাকবেন তিনি বলেন, ‘মার্কসবাদের সাথে পাল্লা দিয়ে চলা এবং এই সব কমিউনিস্টদের পরাজিত করতে রিপাবলিকান পার্টির রাজনীতি ও ক্ষমতার প্রতিটি ক্ষেত্র এখনই ব্যবহার করতে হবে।’

তিনি প্রশ্ন করেন, প্রত্যেক রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কী ভোট জালিয়াতির তদন্ত শুরু করছেন, এই মুহূর্তে?

তিনি আরো বলেন, ‘প্রতিটি হাউস কমিটি যেটা রিপাবলিকানদের দ্বারা নিয়ন্ত্রিত, তারা কী তাদের সমনজারি করার ক্ষমতা ব্যবহার করছে এই মুহূর্তে? প্রত্যেক রিপাবলিকান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কী এখনই প্রয়োজনীয় সব তদন্ত শুরু করছেন?

ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা স্টিভ ব্যাননও একইভাবে ডেমোক্র্যাটদের টার্গেট করার জন্য রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০২৫ সালের জানুয়ারি মাসে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলে কেবল এই জাতীয় প্রচার জোরদার করা হবে।

‘এ বছরের ৫ নভেম্বর হবে জাজম্যান্ট ডে বা রায় ঘোষণার দিন’ তার নিজের দৈনিক পডকাস্টের সাম্প্রতিক এক পর্বে নির্বাচনের দিনের কথা উল্লেখ করে ব্যানন এ কথা বলেন।

জবাবদিহিতা দিবস শুরু হবে ২০ জানুয়ারি বিকেলে, যখন ডোনাল্ড ট্রাম্প কিং জেমস বাইবেল থেকে তার হাত সরিয়ে নেবেন এবং আমরা কাজ শুরু করবো।

ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া
বাইডেন প্রায়ই ট্রাম্পের প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেছেন কিন্তু নিউইয়র্কে সাবেক প্রেসিডেন্ট যে সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছেন সে সম্পর্কে বাইডেন তুলনামূলকভাবে খুব কমই বলেছেন।

তবে, সম্প্রতি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তার পূর্বসূরির সমালোচনা করে বলেন, ট্রাম্প বিচার ব্যবস্থাকে ক্রমাগত দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন এবং তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা মেনে নেয়ার আহ্বান জানান।

বাইডেন বলেন, ‘আইনের শাসনকে ক্ষুণ্নকরা বন্ধ করুণ। প্রতিষ্ঠানগুলোকে খাটো করে দেখা বন্ধ করুন। ট্রাম্পের পুরো চেষ্টাই এমনই। তিনি একে খাটো করার চেষ্টা করছেন। দেখুন, তিনি ন্যায় বিচার পেয়েছেন। জুরিমণ্ডলী এমনভাবে কথা বলেছেন যেমন তারা সব ক্ষেত্রে করে থাকে এবং একে সম্মান করা উচিত।’

সপ্তাহান্তে মিশিগানে দেয়া বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্প সম্পর্কে আরো বলেন, ‘তিনি মিথ্যা প্রচার করেছেন যে আমাদের প্রশাসন এই মামলাটি নিয়ন্ত্রণ করছে, যখন সবাই জানে যে এটি একটি রাজ্যভিত্তিক বিচার ছিল এবং তিনি বলেন যে তিনি তার দ্বিতীয় মেয়াদকে প্রতিশোধ নেয়ার জন্য ব্যবহার করবেন।’

হ্যারিস বলেন, ‘সোজা কথায়, ডনাল্ড ট্রাম্প মনে করেন তিনি আইনের উর্ধ্বে। এটার জন্য যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান তাদের অযোগ্য ঘোষণা করা উচিত।’

প্রেসিডেন্টের জন্য ‘নজিরবিহীন’
ব্রাউন বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিজ্ঞানী জেমস এ মোরনে ভিওএ-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প ফেডেরাল সরকারের ক্ষমতা ব্যবহার করে তার রাজনৈতিক শত্রুদের নিপীড়ন করার যে অঙ্গিকার সরাসরি করেছেন, তা দেশের ইতিহাসে আর ঘটেনি।

মোরনে বলেন, ‘একজন প্রেসিডেন্টের পক্ষে এ ধরনের কথা বলা আসলেই নজিরবিহীন এবং প্রকৃতপক্ষে, ঐতিহাসিক উদাহরণগুলো ঠিক উল্টা।’

মোরনে আরো বলেন, এমনকি আমেরিকার গৃহযুদ্ধের পর পরাজিত কনফেডারেট বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক অফিসারদের বিরুদ্ধে মামলা করা হয়নি।

সাবেক কনফেডারেট প্রেসিডেন্ট জেফারসন ডেভিসকে গ্রেফতার করা হয় এবং দেশদ্রোহের মামলা করা হয়, কিন্তু তার বিচার কখনো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ পরে প্রত্যাহার করা হয় এবং তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে তার নিজের জীবনে ফিরে যান।

তিনি আরো বলেন, ট্রাম্পের বক্তৃতা বাজি বিশেষ করে দুশ্চিন্তার কারণ হতে পারে, কারণ এগুলো বর্তমান এবং ভবিষ্যৎ সরকারি কর্মকর্তাদের এমন বার্তা দিচ্ছে যে, তারা হয়তো ভাবতে পারেন যে ট্রাম্পের প্রতি আনুগত্য দেখাতে হবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল