১৬ জুন ২০২৪
`

আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত : হোয়াইট হাউস

রাফার একটি আবাসিক ভবনের চিত্র - ছবি : এএফপি

হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে আলোচনার মাধ্যমে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত। এক তরফা স্বীকৃতির মাধ্যমে নয়।

বুধবার (২২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দৃঢ় সমর্থক। তার পুরো কর্মজীবনজুড়ে তিনি এই মতের প্রবক্তা ছিলেন। তিনি বিশ্বাস করেন যে দলগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত। একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়।’

নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনের নেতারা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে বলে জানানোর পর এই মন্তব্য এসেছে।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়,‘ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ গ্রহণে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্সি।’

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement