বাইডেন-ট্রাম্প বিতর্ক জুন ও সেপ্টেম্বরে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ০৫:২৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুটি বিতর্কে অংশ নিতে সম্মত হয়েছেন- একটি অনুষ্ঠিত হবে ২৭ জুন, অন্যটি ১০ সেপ্টেম্বর।
সিএনএন জানায়, আটলান্টায় তাদের স্টুডিওতে দর্শক ছাড়াই প্রথম বিতর্কের জন্য দুই পক্ষ সম্মত হয়েছে। দ্বিতীয় ডিবেটটি সঞ্চালনা করবে এবিসি নিউজ।
বুধবার এই জোড়া বিতর্কের ঘোষণা আসে।
বুধবার বাইডেন ক্যাম্পেইন জুন এবং সেপ্টেম্বরের তারিখের কথা বলেছে। তারা জানায়, বাইডেন সেপ্টেম্বর এবং অক্টোবরের জন্য প্রস্তাবিত তিনটি ডিবেটে অংশ নেবেন না। নির্দলীয় প্রেসিডেনশিয়াল ডিবেট কমিশন তিন দশক ধরে এই চতুর্বার্ষিক ডিবেটের আয়োজন করেছযে
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ-এ এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী মাসে ও সেপ্টেম্বরে বাইডেনের সাথে বিতর্ক করতে তিনি প্রস্তুত ও ইচ্ছুক। এর কিছুক্ষণ পর ২৪ ঘণ্টার ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন প্রথম ডিবেটের তারিখ ঘোষণা করে এবং জানায়, তাদের দুজন অভিজ্ঞ উপস্থাপক জেইক ট্যাপার ও ডানা ব্যাশ এটি মডারেট করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ করা এক পোস্টে বাইডেন বলেন, '২০২০ সালে ডনাল্ড ট্রাম্প আমার কাছে দুটি বিতর্কে হেরেছিলেন, তারপর থেকে তিনি আর ডিবেটে অংশ নেননি। এখন তিনি এমন আচরণ করছেন যেন তিনি আমার সাথে আবার ডিবেট করতে চান। ঠিক আছে, তবে তাই হোক বন্ধু।'
ট্রাম্প বলেন, 'বাইডেন আমার দেখা সবচেয়ে বাজে ডিবেটার- তিনি একসাথে দুটি বাক্যও বলতে পারেন না।'
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা