রাফায় ইসরাইলের হামলা : বাইডেনের সাথে একমত নন ক্যামেরন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মে ২০২৪, ১৬:১৭
রাফায় ইসরাইলের হামলা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিমত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ক্যামেরন।
তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরাইল রাফায় অভিযান চালালে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। তবে আমি তার সাথে একমত নই। আমি মনে করি, ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করা বুদ্ধিমানের কাজ নয়।’
তিনি বলেন, রাফায় ইসরাইল হামলা শুরু করেছে। এটি উদ্বেগের বিষয়। কিন্তু তাই বলে তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা যায় না।
ক্যামেরন বলেন, ‘শেষবার যখন আমাকে এই বিষয়ে নির্দেশ দেয়া হয়েছিল, আমি তা পালন করিনি। এর কয়দিন পরেই ইরান তাদের উপর হামলা করে। আমি মনে করি, ওই নির্দেশটা ছিল ভুল। অবশ্য ইরানের হামলায় ইসরাইলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, আজ যদি আমরা অস্ত্র রফতানির বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, তবে হামাস শক্তিশালী হয়ে পড়বে। এদিকে বন্দীবিনিময় চুক্তির সম্ভাবনাও কমে আসবে।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা