মার্কিন পুলিশে বাড়ছে পাকিস্তানি বংশোদ্ভূতদের সংখ্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ এপ্রিল ২০২৪, ১৪:২১, আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১৪:৩৫
মার্কিন পুলিশে বাড়ছে পাকিস্তানি বংশোদ্ভূতদের সংখ্যা। মঙ্গলবার (৩০ এপ্রিল) পাকিস্তানি গণমাধ্যম দি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আমেরিকান ল এনফোর্সমেন্ট সোসাইটির (পিএএলএস) আমেরিকান পুলিশ অফিসারদের প্রতিনিধি দল সোমবার কেন্দ্রীয় পুলিশ অফিস পরিদর্শন করেছে। এ উপলক্ষে পিএএলএস সভাপতি রোহেল আহমেদ খালিদ বলেন, মার্কিন পুলিশ বাহিনীতে পাকিস্তানি বংশোদ্ভূত কর্মকর্তার সংখ্যা ৬০০-এর বেশি। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত আনন্দদায়ক।
তিনি বলেন, পিএএলএস-এর প্রচেষ্টায় আমেরিকান পুলিশে গত মার্চ মাস পাকিস্তানি সংস্কৃতির মাস হিসেবে পালিত হয়েছে। আমেরিকান প্রতিনিধি দল পাঞ্জাব পুলিশ অফিসারদের নিউইয়র্কে পাকিস্তান হেরিটেজ মান্থে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়।
আমেরিকান প্রতিনিধি দলকে পাঞ্জাব পুলিশের কাজ, অবকাঠামো, বিশেষায়িত বাহিনী এবং অপারেশনাল পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়েছিল। প্রতিনিধিদলকে আধুনিক উদ্যোগ, পাঞ্জাব পুলিশের রূপান্তর, কমিউনিটি পুলিশিং প্রকল্প, সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কেও অবহিত করা হয়।
সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা