০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র - ছবি : আল জাজিরা

আফ্রিকার দেশ নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সরকারের সাথে একটি চুক্তি সইয়ের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শনিবার (২০ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল নাইজারের সামরিক সরকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি করার পর ওই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে। তবে নাইজার থেকে সেনা প্রত্যাহার করা হলেও যুক্তরাষ্ট্রের সাথে দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে।

নাইজার সরকারকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে নিযুক্ত এক হাজার সেনা সরিয়ে নেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকে জেনারেল আব্দুর হামানে তচিয়ানির নেতৃত্বে দেশটিতে সেনাবাহিনী সরকার পরিচালনা করে আসছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সাথে জেনারেল তচিয়ানি আগের সরকারের করা সামরিক চুক্তি বাতিল করেন। একইসাথে মার্কিন সেনা ফিরিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement